দ্য রিপোর্ট ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, ‘জ্বরে আক্রান্ত হলেই চিকুনগুনিয়া হয়েছে এমন ধারণা করে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেছেন, ‘প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া চিকুনগুনিয়া হয়েছে এটা মনে করা সঠিক নয়। আর চিকুনগুনিয়া হলেও আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা চালিয়ে যেতে হবে।’

উপাচার্য রবিবার বিএসএমএমিউ’র ইপনা ভবনে সোসাইটি অব রেডিওলজি এন্ড ইমেজিং-এর উদ্যোগে আয়োজিত ‘ফিটোমেটারনাল এন্ড হেপাটোবিলিয়ারি আল্ট্রাসাউন্ড’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।

সোসাইটির সভাপতি ও বিএসএমএমইউ’র রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিমের সভাপতিত্বে কী রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন ভারতের বিখ্যাত রেডিওলজিস্ট ডা. মুহিত ভি শাহ।

সূত্র : বাসস

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/জুলাই ২৩, ২০১৭)