ঝিনাইদহ ও গোপালগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহ ও গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মোট ৯৮ জন গ্রেফতার হয়েছে। শনিবার রাত থেকে রবিবার (২৩ জুলাই) সকাল চলা ওই অভিযানে গ্রেফতারের এই ঘটনা ঘটে। এর মধ্যে ঝিনাইদহে ৭৯ ও গোপালগঞ্জে ২০ জন রয়েছে।

সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযানে ঝিনাইদহে জামায়াত কর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানের অংশ হিসাবে জামায়াত কর্মীসহ ৭৯ জনকে আটক করা হয়।

এরমধ্যে সদর উপজেলা থেকে জামায়াত কর্মী নুরুল কাইয়ুমসহ ২৩, শৈলকুপা থেকে ২৪, হরিণাকুন্ডু থেকে ৫, কালীগঞ্জ থেকে ১১, কোটচাঁঁদপুর থেকে ৫ ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এদিকে, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজাসহ সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসময় গোপালগঞ্জ সদর থানা ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন, মুকসুদপুর থানা পুলিশ ডাকাত সদস্যসহ ৫ জন, কোটালীপাড়া থানা পুলিশ ৭ জন, কাশিয়ানী থানা পুলিশ ১ জন ও টুঙ্গিপাড়া থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

এদের মধ্যে নিয়মিত ও মাদক মামলার আসামী রয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে হাজির করা হয়েছে বলে জানান তারা।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুলাই ২৩, ২০১৭)