দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারতের রাজনৈতিক নেতারা জাতীয় পার্টির পক্ষে থাকবেন বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘ আওয়ামী লীগ ও বিএনপির মারমুখী রাজনীতির কারণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে। এক্ষেত্রে ভারত আমাদের পাশে থাকবে।’

 

রবিবার (২৩ জুলাই) বিকেলে হযরত  শাহজালাল (রহ.) আন্তরজাতিক বিমানবন্দরের সামনের সড়কে জাতীয় পার্টির দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেছেন। ৫ দিনের ভারত সফর শেষে দেশে ফিরে এই সংবর্ধনা পেলেন এরশাদ।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সংর্বধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আক্তার, মীর আব্দুস সবুর আসুদ, লিয়াকত হোসেন খোকা, তাজুল ইসলাম চৌধুরী, রেজাউল ইসলাম ভুইয়া, বেলাল হোসেন, ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, আরিফ খান, জহিরুল ইসলাম জহির, জজিরুল আলম রুবেল, বাহাউদ্দিন বাবুল, আলমগীর শিকদার লোটন, সৈয়দ ইফতেখার আহসান হাসান, একেএম আশরাফুজ্জামান খান, সুজন দে, অ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার আলী প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/জেডটি/এনআই/জুলাই ২৩, ২০১৭)