বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ১১৮ কেজি গাঁজাসহ মনিরুজ্জামান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ জুলাই) সকালে ঘিবা সীমান্তের মাঠের মধ্য থেকে গাঁজাসহ মনিরুজ্জামানকে আটক করা হয়। তিনি বেনাপোল থানার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নং ঘিবা গ্রামের আকরাম আলীর ছেলে।

বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহাজান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক চোরাচালানীরা বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে ১১৮ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজা ও আসামি মনিরুজ্জানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/জুলাই ২৪, ২০১৭)