দ্য রিপোর্ট প্রতিবেদক : যাত্রাশিল্পী গৌরাঙ্গ আদিত্যের চিকিৎসা সহায়তার জন্য মঞ্চস্থ হতে যাচ্ছে সুবচন নাট্য সংসদের নাটক ‘প্রণয় যমুনা’। আগামীকাল ২৫ জুলাই(মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। সুবচন নাট্য সংসদের প্রধান সম্পাদক আহাম্মেদ গিয়াস এ তথ্য জানান।

যাত্রার বিবেক, সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ওস্তাদ গৌরাঙ্গ আদিত্য গুরুতর অসুস্থ। হঠাৎ স্ট্রোক হওয়ায় তাঁর বাম পাশ পক্ষাঘাতগ্রস্ত। বেশ কিছুদিন ধরেই তিনি নেত্রকোণার মোহনগঞ্জের নিজ বাসায় অবস্থান করছেন। এর কিছুদিন আগেও তিনি নিয়মিত সপ্তাহে দুইদিন মোহনগঞ্জ থেকে রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ক্লাস নিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাত্রার উপর পড়িয়েছেন, শিল্পকলায় কর্মশালা করিয়েছেন।

শারীরিক অসুস্থ এই শিল্পীর চিকিৎসা সহায়তায় ঢাকার ৫টি নাট্য সংগঠন নাটক মঞ্চস্থ করছে। এই ধারাবাহিকতায় এবার মঞ্চস্থ হচ্ছে ‘প্রণয় যমুনা’। প্রদর্শনীর অর্থ গৌরাঙ্গ আদিত্যের হাতে তুলে দেওয়া হবে। আয়োজনটির সমন্বয় করছেন সাইফুল জার্নাল।

সুবচন নাট্য সংসদের ৩৭তম প্রযোজনা ‘প্রণয় যমুনা’ নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাধাকৃষ্ণ’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা করেছেন আসাদুল ইসলাম। নাটকে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক রাসেল, রাধা চরিত্রে সোনিয়া হাসান।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— আহাম্মেদ গিয়াস, মোহাম্মদ আনসার আলী, মেহেদী হাসান সোহাগ, হোসেন ইমরান, তানভীর দীপু, ইমতিয়াজ শাওন, শাহ সালাউদ্দিন, আলামিন, মারুফ, সবুজ, আরিফ মহউদ্দিন, জাকারিয়া, নাজু, লিঠু মণ্ডল, সোমা, ফারজানা, অনন্যা সোহান, মনোহর, যোয়া আযিম, আর্য প্রমুখ।

নাটকটির সহযোগী নির্দেশক আহাম্মেদ গিয়াস, সঙ্গীত পরিচালনা করেছেন আমিরুল ইসলাম বাবুল, আলোক পরিকল্পনা করেছেন গর্গ আমিন, নৃত্য ও দেহ বিন্যাসে অমিত চৌধুরী এবং পোশাক পরিকল্পনায় সোনিয়া হাসান।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জুলাই ২৪, ২০১৭)