ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে খলিলুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় ভানোর ইউনিয়নের বিশ্রামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- আকবর আলী, আব্দুর রহিম ও আব্দুস সোবহান।

পুলিশ ও পারবিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ভানোর ইউনিয়নে খলিলুর রহমান (৬০) এর সাথে প্রতিবেশী মিজানুর রহমান মাস্টারসহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার (২৪ জুলাই) রাতে কয়েকজন খলিলুর রহমানকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর রাতে আর বাড়ি ফিরেননি খলিলুর রহমান। সোমবার সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোক এসে খলিলুর রহমানকে চিহ্নিত করেন। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার বলেন, জমির বিরোধ নিয়ে দুর্বৃত্তরা খলিলুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে বলে প্রাথিমকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জুলাই ২৪, ২০১৭)