কক্সবাজার প্রতিনিধি : টানা বৃষ্টিপাতে পৃথক পাহাড়ধসের ঘটনায় কক্সবাজারে এক পরিবারের দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা্য় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

বুধবার রাত ৪টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামুর চেইন্দা এলাকায় পাহাড়ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা জিয়াউর রহমান (৩৫) ও মা আনার কলিকে (২৯) জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দম্পতিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসের ঘটনায় সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের খামারপাড়ার নূরুল হকের ছেলে মোহাম্মদ শাহেদ (১৮) ও পিএমখালী ইউনিয়নের ধামনখালী এলাকার এরশাদ উল্লাহর ছেলে সাদ্দাম হোসেনর (২৮) মৃত্যু হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সোমবার দুপুর থেকে কক্সবাজারে থেমে থেমে ভার বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টিপাত হবে এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/জুলাই ২৫, ২০১৭)