দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিনেত্রী জয়া আহসান এখন ভারতে তুমুল জনপ্রিয়। কলকাতার সিনেমায় দারুণ প্রশংসিত হচ্ছে জয়ার অভিনয়। এই তো কয়েক দিন আগে ‘ভালোবাসার শহর’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য বলিউড তারকা বিদ্যা বালান প্রশংসায় ভাসালেন জয়াকে। ভারতে বেশ কিছু পুরস্কার, সম্মাননাও পেয়েছেন তিনি।

দেশেও জয়ার ঝুলিতে পুরস্কারের সংখ্যা কম নয়। তিনবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গতকাল ২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৫ এর সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর হাত থেকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেন নন্দিত এ অভিনেত্রী।

জয়া বলেন, ‘একটি মাত্রই কাজ শেখার চেষ্টা করেছি আজীবন- অভিনয়। সে কাজের জন্য তৃতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা আমাকে আজ বিস্মিত করেছে। বারবারই ভাবছি, আমি কি পারব এই পুরস্কারের ভার বয়ে নিয়ে যেতে? এতটা যোগ্য কি আমি? তবে আজ আমি গর্বিত, আমার পৃথিবী আমার মাকে, আমার পরিবারকে গর্বিত করতে পেরে। মায়ের হাসির রেখা আমার জীবনের সেরা সম্পদ।’

জয়া আহসান গতকাল কলকাতায় থাকার কথা। সেখানে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কিন্তু জয়া সেখানে যাননি। জয়া বলেন, ‘ভারতের রাজ্য সরকারের সম্মানজনক আরেকটি পুরস্কারের চেয়ে আজ আমার দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেছি।’

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/জুলাই ২৫, ২০১৭)