চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামে সেলিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার উত্তর রায়চোঁ সর্দার বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের বোন পারুল বেগম ও রেহানা বেগম কান্নাজড়িত কণ্ঠে দাবি করে বলেন, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে। পাঁচ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ে পর থেকে আমার বোন অনেক নির্যাতন সহ্য করেছে। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তানও রয়েছে।’

নিহতের স্বামী হাসান সর্দার বলেন, ‘রাত ১২টার পরে দুইজনেই ঘুময়ে পড়ি। সকালে ঘুমে থাকা অবস্থায় খবর পাই আমার স্ত্রী পুকুরে ভেসে রয়েছে। এটা কিভাবে হলো আমি জানি না। এটি হত্যা নয়। আমার সঙ্গে তার কোন কলহ ছিল না।’

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বলাই চন্দ্র দ্য রিপোর্ট টুয়ান্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

তিনি আরও জানান, এ বিষয়ে গৃহবধূর বাবা আমিন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/জুলাই ২৫, ২০১৭)