দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন নিয়ে সরকার বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। সরকার তাদের সঙ্গে কোনো আলোচনায় যাবে না।’

মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। সরকার বিএনপির সঙ্গে কোনোভাবেই আলোচনায় যাবে না। সব দলকে নির্বাচন কমিশন আলোচনা জন্য ডেকেছে। ইসির সঙ্গে বিএনপির আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় চক্রান্ত করে ক্ষমতায় আসে। এবারও বিএনপি জাতীয় ও আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু করেছে। তবে কোনো চক্রান্তই কাজে আসবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

১৪ দলের বৈঠকে জোটগতভাবে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পাঠানো জন্য দু’টি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তও হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এআরই/এনআই/জুলাই ২৫, ২০১৭)