ময়মনসিংহ প্রতিনিধি : গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারও সাথে কোনোভাবে আপোষ করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘যত নির্বাচন হবে, গণতান্ত্রিক পন্থায় যেসব আইন বিধিবিধান আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নির্বাচন অনুষ্ঠান করবো। কারও সাথে কোনোভাবে আপোষ করবো না।’ সেক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সিইসি আরও বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় গণতন্ত্র ও গণতন্ত্রের মুল ভিত্তি যে নির্বাচন, সেটাকে সুষ্ঠু ও গ্রহনযোগ্য উপায়ে ভালোভাবে সম্পন্ন করতে আমরা যেমন দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি সকলের সহযোগিতাও চাই।’

মঙ্গলবার (২৫ জুলাই) ময়মনসিংহ টাউনহল সংলগ্ন অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের উদ্দেশ্য একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা। এবং সেই সঠিক ভোটার তালিকার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। যারা ভোটর তালিকা প্রণয়ন করবেন তারা দায়িত্ববোধ থেকে নির্ভূল তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’

তিনি বলেন, ‘একটি সঠিক নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে সঠিক ভোটার তালিকা প্রণয়ন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সহকর্মীবৃন্দ বিভিন্ন পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাবেন। তাদের সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত থাকবেন। তাদের সাহায্য-সহযোগিতা ছাড়া এই ব্যাপক কর্মকান্ড পরিচালনা করা সম্ভব নয়।’

এসময় সিইসি অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা ভোটার তালিকা হালনাগাদ করার দায়িত্বে নিয়োজিত থাকবেন, তারা দায়িত্ব-কর্তব্যবোধের প্রতি দৃষ্টি রাখবেন। কারণ, তারা ভূল করলে ভোটার তালিকা সঠিকভাবে সম্পন্ন হবে না।’

তিনি ভোটার তালিকা হালনাগাদ করার কাজে নিয়োজিত সকলকে বাড়ি-বাড়ি ও ঘরে-ঘরে গিয়ে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে তাদের উর্ধ্বতন কর্মকর্তাগণকে তদারকি রাখার আহবানও জানান।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত কমিশানার মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফ আহমেদ খান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন।

এসময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করার কাজে যারার নিয়োজিত, তারা কোনেরকম অবহেলা করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা তাদের অল্প পারিশ্রমিক দেই, কিন্তু সেটা বড় কথা না। সাংবিধানিকভাবে তারা দায়বদ্ধ।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ বলেনি নির্বাচনে অংশগ্রহন করবে না।’ তিনি আশা করেন, সব দল নির্বাচনে অংশগ্রহন করবেন।

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ২৫, ২০১৭)