দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রূপনগর বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ড এর পশ্চিম পাশের মাঠে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় দুই ছিনতাইকারী নিহত হয়েছে। ছিনতাইকারীরা নিজেদের ছো্ঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, দুইটি পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ভোর ৫টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে গুরুতর আহত হলে পল্লবী থানা পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢামেক (ঢাকা মেডিকেল কলেজ) হাসপাতালে নিয়ে আসলে সকাল পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৪০ বছর ও অপর ব্যক্তির ৪৫ বছর হবে। তাদের পরনে চেক শার্ট ও লুঙ্গি ছিল।

ডিবি পশ্চিম জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন জানান, রুপনগর বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীরা ছিতাইয়ের প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। পরে পুলিশ পাল্টা গুলি চালায়। ছিনতাইকারীরা ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়ে দুই ছিনতাইকারী আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা মোট ৪জন ছিল। দুইজন পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/আরএস/এমকে/এনআই/জুলাই ২৬, ২০১৭)