দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় এক রিক্সাচালক তাকে ঢামেক (ঢাকা মেডিকেল কলেজ) হাসপাতালে নিয়ে আসেন।

আহত ব্যক্তির বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলামের বাড়ি লক্ষীপুর সদর উপজেলায়। ভোরে সে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে। সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে রিক্সাযোগে বকশিবাজার তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলো।

তাঁতিবাজার পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে তার জিনিসপত্র ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের বাধা দিলে শফিকুলের পেটে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ওই রিক্সাচালকই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এখন সে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/আরএস/এমকে/এনআই/জুলাই ২৬, ২০১৭)