দ্য রিপোর্ট প্রতিবেদক : অনেক দিন পর মিডিয়ার আলোচনায় ফিরেছেন তমা মির্জা। গত ২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৫’ এ সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন।

সপ্তাহ না গড়াতেই এ অভিনেত্রীর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘গ্রাস’। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মারিয়া আফরিন তুষার।

তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন প্রীতম, জ্যোতিকা জ্যোতি, রিপন নাথ, কচি খন্দকার, শিখা খান, শেলী আহসান, মুনিরা মিঠু, বাদল শহীদ, রানী সরকার প্রমুখ।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘নদীজন’-এ শেষবার দেখা গিয়েছিল তমাকে। এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তমা মির্জা বলেন, ‘অন্যরকম আনন্দের সময় এখন আমার। সব মিলিয়ে ভীষণ ভালো সময় যাচ্ছে।’

(দ্য রিপোর্ট/পিএস/জুলাই ২৬, ২০১৭)