দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনেই ১৯০ রান করেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এই ইনিংস খেলে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।

ভারতের হয়ে দিনের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ধাওয়ান। গল টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে ১২৬ রান করেছেন তিনি। ফলে দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়েন ধাওয়ান।

৬৪ রান নিয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মধাহ্ন বিরতিতে যান ধাওয়ান। এরপর দ্বিতীয় সেশনে চা-বিরতির আগে নামের পাশে ১৯০ রান রেখে আউট হন । অর্থাৎ দ্বিতীয় সেশনে ১২৬ রান যোগ করেন ধাওয়ান। তাই ৫৫ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে ফেলেন ধাওয়ান।

দ্বিতীয় সেশনে সর্বোচ্চ রানের রেকর্ডটি আগে ছিলো ভারতেরই পলি উমরিগরের। ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিনের দ্বিতীয় সেশনে ১১০ রান করেছিলেন উমরিগর।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুলাই ২৬, ২০১৭)