দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব লন্ডনের বেথনালগ্রিন এলাকার রোমান রোডে দুই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ অ্যাসিড হামলার শিকার হয়েছেন। তাদের দুইজনেরই পৈত্রিক নিবাস সিলেটে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের খুব কাছে রোমান রোডে তাদের উপর এ হামলা চালানো হয়। খবর- গার্ডিয়ান।

আহত দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আক্রান্ত তরুণদের একজন ২৪ বছর বয়সী শাখাওয়াত হোসেন এবং অপরজন নিজের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, অাক্রান্ত দুজন লোকজনের কাছে তাৎক্ষণিকভাবে সহায়তা চান। তবে তাদের উপর অ্যাসিড হামলার বিষয়টি তারা নিশ্চিত নন। অ্যাসিডের মতো মারাত্মক দাহ্য পদার্থ দিয়ে হামলা হয়েছে। এতে করে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে। তবে এখন পর্যন্ত হামলার ওই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি দেশটির পুলিশ।

আক্রান্ত দুই তরুণ বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে গিয়ে সাহায্য চান। ওই সময় নিজেদের উপর অ্যাসিড হামলার অভিযোগ করেন তারা।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুলাই ২৭, ২০১৭)