দ্য রিপোর্ট প্রতিবেদক : মঞ্চ নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তার জন্য একটি তহবিল গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। ইতোমধ্যে ফেডারেশানের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জুলাই এবং আগস্ট মাসে ৪টি মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

এই ধারাবাহিকতায় ২৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে- আজাদ আবুল কালামের রচনা ও নির্দেশনায় প্রাচ্যনাট এর নাটক ‘সার্কাস সার্কাস’।

ফেডারেশানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক মঞ্চ নাট্যশিল্পীই আমাদের অন্যতম প্রধান স্বজন। দুঃসময়ে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে চাই। আর এই মানবিক আর্তি থেকেই মঞ্চ নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তায় তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগে সম্মানিত দর্শক, সাংবাদিক, পৃষ্ঠপোষক ও সকল নাট্যদলের প্রতিটি সদস্য সকলের সহযোগিতা অনিবার্যভাবে পাবার আশাবাদ ব্যক্ত করছি।

সকলের সম্মিলিত সহযোগিতায় সফলভাবে উল্লিখিত তহবিল গঠিত হবে এবং মঞ্চ নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়াতে পারবো এই প্রত্যাশা করছি।’

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/এনআই/জুলাই ২৭, ২০১৭)