দ্য রিপোর্ট প্রতিবেদক : মানব পাচার ও প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার নাইজেরিয়ান নাগরিকসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালেঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী দ্য রিপোর্টকে জানান, প্রতারণা ও মানব পাচারের অভিযোগে ৪ নাইজেরিয়ান নাগরিকসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এনটি/এনআই/জুলাই ২৭, ২০১৭)