দ্য রিপোর্ট ডেস্ক : নাটকীয়ভাবে পদত্যাগের পর বিজেপির সঙ্গে জোট গড়ে বিহারের মুখ্যমন্ত্রী হলেন নিতীশ কুমার।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। খবর- এনডিটিভি।

বুধবার সন্ধ্যায় বিহারের রাজধানী পাটনায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে পদত্যাগপত্র জমা দেন নিতীশ।

পদত্যাগের কয়েক ঘণ্টা পর গত রাতে নিতীশ কুমার রাজ্য গভর্নরের সঙ্গে দেখা করেন।

তিনি গভর্নরকে জানান, বিজেপি তাকে সমর্থন দিয়েছে। ওই সমর্থনে তিনি নতুন করে সরকার গঠন করতে প্রস্তুত।

সুশীল মোদি বুধবার মধ্যরাতে রাজ্য গভর্নরের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের দুই দল মিলে বিধানসভায় যে সদস্য রয়েছে তা সরকার গঠনের জন্য যথেষ্ট। আমরা বিষয়টি জানিয়ে গভর্নরের কাছে চিঠি হস্তান্তর করেছি।’

তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে চিরকাল সংগ্রাম করেছি। কিন্তু আমার মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তার উত্তর আমার জানা নেই। পদত্যাগ করা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় আর ছিল না।’

বিহার বিধানসভার মোট আসন ২৪৩। এর মধ্যে লালু প্রসাদের দল আরজেডির ৮০টি, নিতীশের জনতা দলের ৭১ এবং কংগ্রেসের ২৭টি আসন রয়েছে। বিরোধী দল বিজেপির আসনসংখ্যা ৫৩।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুলাই ২৭, ২০১৭)