দ্য রিপোর্ট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে এখন তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এই উত্তপ্ত গরমে রোদের তাপে চুলা ছাড়াই ডিম পোচের ঘটনা ঘটেছে। দেশটির জনপ্রিয় অ্যারাবিক টিভি চ্যানেল ফাটাফিট সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। খবর- এনডিটিভি।

খবরে বলা হয়েছে, ভিডিও পোস্টে দেখা যায়, এক বাবুর্চি রোদে উত্তপ্ত রাস্তার ওপর কড়াই রাখেন। আর প্রায় ১০ মিনিটের মধ্যেই ভেজে ফেলেন ডিমের সুস্বাদু পোচ।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে এভাবে ডিম রান্নার প্রণালির ধারাভাষ্যও দেন ওই বাবুর্চি। শুরুতেই তিনি বলেন, ‘বাইরে তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি। এই রোদের তাপে আমরা আজ ডিম রান্না করতে যাচ্ছি।’

এদিকে দেশটির জাতীয় আবহাওয়া এবং ভূকম্পবিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে ডিম ভাজার ভিডিওটি যখন রেকর্ড করা হয়, তখন বাইরে তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

এ বছরের শুরুতে ভারতের উড়িষ্যা রাজ্যের তিতলাগড়ে রোদের তাপে ডিম ভেজেছিলেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুলাই ২৭, ২০১৭)