দ্য রিপোর্ট প্রতিবেদক : নাট্যশিল্পী ও দর্শকের পদচারণায় আজ ছুটির দিনে শুক্রবার (২৮ জুলাই) জমে উঠবে রাজধানীর নাটক পাড়া। জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনেই আজ রয়েছে নাটক। নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যায় প্রাচ্যনাট মঞ্চস্থ করবে ‘সার্কাস সার্কাস’, পরীক্ষণ থিয়েটার হলে দেশ নাটক মঞ্চস্থ করবে ‘সুরগাঁও’ এবং স্টুডিও থিয়েটার হলে লোক নাট্যদলের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘পাঠাভিনয় উৎসব’।

এছাড়া বাংলাদেশের নাট্যাঙ্গনের সূতিকাগার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যায় প্রাঙ্গণেমোর নাট্যদল মঞ্চস্থ করবে ‘কনডেমড সেল’। সব মিলিয়ে নাট্যাঙ্গনে আজ উৎসবের আমেজ থাকবে বলে মনে করছেন নাট্যশিল্পীরা।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/জুলাই ২৮, ২০১৭)