খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে সামরিক পোশাক পরিহিত ছবি ও ভুয়া আইডি কার্ডসহ প্রকাশ চাকমা নামে সেনাবাহিনীর এক ভুয়া মেজর আটক হয়েছে। বৃহস্পতিবার রাত ২টায় জেলার ভাইবোনছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে রাঙামাটির জেলার বাঘাইহাটের উলুছড়ির অরুণ চাকমার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ভাইবোনছড়া এলাকায় পুলিশের এএসআই ফারুক সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসা করা হলে সে নিজেকে সেনাবাহিনীর মেজর বলে দাবি করে। পরিচয়পত্র দেখতে চাইলে তার কাছ থেকে সেনাবাহিনীর বিভিন্ন গেইট পাশ, আইডি কার্ড ও দরবার হলে সেনা কর্মকর্তাদের সাথে একাধিক গ্রুপ ছবি উদ্ধার হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে স্থানীয় সেনা রিজিয়ন দপ্তরে হস্তান্তর করলে সেনাবাহিনী ভুয়া বলে তাকে পুলিশে হস্তান্তর করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান আরো জানান, সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে প্রকাশ চাকমার গ্রুপ ছবিগুলো কম্পিউটাররাইজ করে বানানো হয়েছে। তাকে প্রতারণা মামলায় গ্রেফতার করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম জানান, সে ভুয়া সেনা অফিসার ও প্রতারক।

(দ্য রিপোর্ট/এপি/জুলাই ২৮, ২০১৭)