ডিএসই’র পিই রেশিও কমেছে ০.৬২ শতাংশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক (২৩-২৭ জুলাই) লেনদেনে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ০.৬২ শতাংশ। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৬.০৬ পয়েন্টে। যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৬.১৬ পয়েন্ট। অর্থাৎ পিই কমেছে ০.১০ পয়েন্ট বা ০.৬২ শতাংশ।
বর্তমানে খাতভিত্তিক হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০.২৭ পয়েন্টে, আর্থিক প্রতিষ্ঠানের ১৯.৫০, প্রকৌশল খাতে ২২.৪৯, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২৪.৭৪, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৪.২১, বস্ত্র খাতে ২০.২০, ওষুধ ও রসায়ন খাতে ২০.১০, ভ্রমণ ও অবকাশ খাত ৩০.৪৭, সেবা ও আবাসন খাতে ১৪.০৮, সিমেন্ট খাতে ৩০.৯৫, তথ্যপ্রযুক্তি খাতে ৩০.৭৭, ট্যানারী খাতে ২৫.৭২, সিরামিকস খাতে ২৪.১৭, বীমা খাতে ১৫.৬৫, বিবিধ খাতে ২৯.৩৭ ও টেলিযোগাযোগ খাতে ১৮.২২ পয়েন্টে রয়েছে।
উল্লেখ্য, খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে।
(দ্য রিপোর্ট/আরএ/এনআই/জুলাই ২৯, ২০১৭)