দ্য রিপোর্ট  প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল বৃহস্পতিবার(৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে থিয়েটারওয়ালা রেপার্টরি প্রযোজিত নতুন নাটক 'জবর আজব ভালোবাসা'।

অন্তন চেখভের নাটক অবলম্বনে এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্রে সাজানো প্রযোজনাটির রূপান্তর ও নির্দেশনা দিচ্ছেন সাইফ সুমন।

এতে অভিনয় করছেন দেশের শীর্ষ তিনটি নাট্যদলের মেধাবী তিনজন অভিনয়শিল্পী। তারা হলেন- রিয়াজ হোসেন (থিয়েটার আর্ট ইউনিট), সংগীতা চৌধুরী (নাট্যকেন্দ্র), রামিজ রাজু (প্রাঙ্গণেমোর)।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন- শাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনা করেছেন- অম্লান বিশ্বাস (নাগরিক নাট্যসম্প্রদায়), আবহসঙ্গীত- রামিজ রাজু(প্রাঙ্গণেমোর), আবহসঙ্গীত নিয়ন্ত্রণ- রাসেল/ আবির সায়েম(থিয়েটার আর্ট ইউনিট), রূপসজ্জা- জনি সেন, স্থিরচিত্র- রাজা, নাটকের লোগো- অরভিল রুবেল, প্রকাশনা- পিয়ার মোহাম্মদ। মঞ্চ ব্যবস্থাপক- রাসেল. সহকারী মঞ্চ ব্যবস্থাপক- আবির সায়েম। প্রযোজনা অধিকর্তা- হাসান শাহরিয়ার।

নাটকের অগ্রিম টিকেট পাওয়া যাবে ০১৯৭০ ৫৩ ৩৩ ২২ এই নাম্বারে।

(দ্য রিপোর্ট/পিএস/আগস্ট ০২, ২০১৭)