দ্য রিপোর্ট প্রতিবেদক : আইসিটি আইনে ৫৭ ধারাসহ গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল, রেজিস্টার্ড সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিসহ সব পক্ষের সমন্বয়ে অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন, বন্ধ গণমাধ্যম অনতিবিলম্বে খুলে দেওয়া, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার এবং সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধের দাবিতে রবিবার (৬ আগস্ট) ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের ‘রাজপথে অবস্থান কর্মসূচি’ পালিত হবে।

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবে। বিভাগীয় শহরসহ দেশের অন্যান্য স্থানে বিএফইউজে’র অঙ্গ ইউনিয়নগুলো একই সময়ে অনুরূপ কর্মসূচি গ্রহণ করেছে।

বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান কর্মসূচি সফল করতে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারি সব সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এপি/আগস্ট ০৫, ২০১৭)