দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান একতা হাউজিং এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ৬ ডাকাতকে আটক করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, হেলাল (৩৫) ও সিরাজ (৫০)। আটক অন্য ৪ ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-২ এর মেজর আতাউর রহমান দ্য রিপোর্টকে জানান, সোমবার রাতে একতা হাউজিং এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। তখন ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তখন র‌্যাব পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় আরও চার জনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩টি চাকুসহ বাসার গ্রীল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আরএস/এনটি/এনআই/আগস্ট ০৮, ২০১৭)