ডিএসইতে মূল্যসূচক ও লেনদেনে পতন
দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার (৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেন কমেছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৯৮ পয়েন্টে। যা সোমবার ৬ পয়েন্ট ও রবিবার ২৭ পয়েন্ট বেড়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ১৮৭ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৪২ কোটি ৬০ লাখ টাকার বা ২০ শতাংশ।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে ১২১টি বা ৩৬.৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৬৪টি বা ৪৯.৭০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি বা ১৩.৬৪ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার। এদিন কোম্পানির ৪৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিবিএস ক্যাবলসের ৩৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে দি সিটি ব্যাংক।
লেনদেনে এরপর রয়েছে- আইএফআইসি ব্যাংক, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফু-ওয়াং ফুড ও ফরচুন সুজ।
(দ্য রিপোর্ট/আরএ/আগস্ট ০৮, ২০১৭)