চট্টগ্রামে শিক্ষার্থীর চোখে বেত্রাঘাত, শিক্ষক কারাগারে
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর বেপজা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগে স্কুল শিক্ষককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বেপজা স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক আরিফ বিল্লাহকে (৪৫) কারাগারে পাঠানো হয়।
সোমবার (৭ আগস্ট) বেপজা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাশরাফুল আল কারীর পিতা আদালতে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগটি চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য ইপিজেড থানা পুলিশকে নির্দেশ দেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠালে তাকে মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম এ তথ্য জানান। তিনি বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের নাম আরিফ বিল্লাহ। তিনি বেপজা স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক। এই শিক্ষকের বেত্রাঘাতের কারণে মাশরাফুল বাম চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছে বলে অভিযোগ করেছেন মাশরাফুলের বাবা।’
অভিযোগপত্রে শিক্ষকের বেত্রাঘাতের ফলে মাশরাফুলের বাম চোখে মারাত্মক জখম হয়েছে বলে উল্লেখ করা হয়।
জখমের কারণে তার বাম চোখটি নষ্ট হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/এনঅাই/আগস্ট ০৯, ২০১৭)