দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের পর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন আর নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত দল নয়। তাই আগামী সংসদ নির্বাচনেও দলটি আর অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।

বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। জামায়াত যে নির্বাচনে অংশ নিতে পারবে না, এই প্রথম কমিশন থেকে তা আনুষ্ঠানিকভাবে জানালেন এ নির্বাচন কমিশনার।

শাহ নেওয়াজ বলেন, ‘জামায়াতের নিবন্ধন নিয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে। আমরা কমিশনের আইনজীবীর মাধ্যমে সে রায় পেয়েছি। এখন আদালতের রায় অনুসারে দলটি অবৈধ। এতে কমিশনের আর কিছু বলার নেই। যেহেতু আদালতের রায় অনুযায়ী নিবন্ধন বাতিল হয়েছে। তাই দলটি এখন আর নিবন্ধিত নেই।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দলটির নিবন্ধন অবৈধ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এটা পাবলিকলি দেয়া হয়েছে। তাই জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে মর্মে নতুন করে কোন বিজ্ঞপ্তি দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

তবে নিবন্ধিত দলের তালিকাতে এখনো জামায়াতের নাম থাকার বিষয়ে শাহ নেওয়াজ বলেন, ‘এটা করা হয়েছে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে যে, হঠাৎ করে কেন বাতিল করা হলো। তাই আমরা তালিকায় নাম রাখলেও জামায়াতের নামের পাশে লিখে দিয়েছি মহামান্য আদালতের রায়ে দলটি অবৈধ।’

২০০৯ সালের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ১ আগস্ট হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। এরপর ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলে বুধবার (৬ নভেম্বর) রায়ের কপি কমিশনে পৌঁছে।

এছাড়াও এসময় আগাম নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলেন এ কমিশনার। তিনি জানান, ‘তফসিল ঘোষণার পর আচরণবিধি কার্যকর হবে। তখন বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

(দিরিপোর্ট২৪/এমএস/এআইএম/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)