চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মোল্লাবাড়ী থেকে ২১০ ভরি ৩ আনা ওজনের ভারতীয় অবৈধ স্বর্ণের গয়নাসহ একজনকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩২০ টাকা।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার উথলী ইউনিয়নের মোল্লাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে জামতলা এলাকা থেকে এ গয়নাগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর জানান, জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মজনু শেখের ছেলে সেন্টু শেখ (৩২) তার ব্যাটারি চালিত রিক্সাভানে চেপে যাওয়ার সময় বিজিবির একটি দল তাকে গতিরোধ করে রিক্সাভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় ভ্যানের নিচের ড্রয়ার থেকে ভারতীয় অবৈধ স্বর্ণের গয়না উদ্ধার করা হয়। গয়নার মধ্যে রয়েছে ৩ জোড়া হাতের বালা, ১৪টি গলার হার ও ৪১ জোড়া কানের দুল।

তিনি আরও বলেন, স্বর্ণ ও ব্যাটারি চালিত রিক্সাভ্যান জব্দ করে জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে। স্বর্ণের চালান ভারতের মুম্বায় থেকে এসেছিলো বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ১২, ২০১৭)