রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল থেকে শিবির সন্দেহে আটক ১৩ শিক্ষার্থীর মধ্যে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) তাদের জেলে পাঠানো হয়। এর আগে রবিবার (১৩ আগস্ট) বিকেলে নগরীর মতিহার থানায় উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজার দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পরে সোমবার তাদের আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

তারা হলেন- জাকির হোসেন (ইসলামের ইতিহাস, মাস্টার্স), আরিফুল ইসলাম (ফার্সি ভাষা, মাস্টার্স), রাকিব আহমেদ (আইন, ২য় বর্ষ), আব্দুর রাকিব (ইসলামিক স্টাডিজ, ৩য় বর্ষ), শরিফুল ইসলাম (পরিসংখ্যান, ৪র্থ বর্ষ), অলিউল ইসলাম (আরবি, মাস্টার্স), আবু জাফর (আরবি সাহিত্য মাস্টার্স)।

নগরীর মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, আটককৃতরা গত ১৯ জানুয়ারি বিনোদপুরে নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতার ঘটনায় তারা অংশ নিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করেছে। এদের মধ্যে থানা হেফাজতে থাকা ৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ৮ আগস্ট দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে শিবির সন্দেহে ১৩ শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ১৪, ২০১৭)