রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক থেকে ১২ দিনের এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে।

নবজাতক শিশুটির মা শাহানাজ বেগম (২৮) সোমবার (১৪ আগস্ট) দুপুরে বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন।

শাহানাজ বেগম উপজেলার ভালুকগাছি ইউনিয়নের পাঁচআনি পাড়া গ্রামের ওবাইদুর ইসলামের স্ত্রী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছায়েদুর রহমান ভূঁইয়া জানান, রবিবার সকাল ১০টার দিকে শাহানাজ বেগম তার ১২ দিন বয়সের নবজাতক কন্যা শিশুকে ডাক্তার দেখাতে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে ভ্যান করে রওনা হন। শানাহানাজ বেগম স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে আসলে বিপরীত দিক থেকে অপর একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে নবজাতকসহ তিনি মাটিতে পড়ে যান। পরে বানেশ্বর দিক থেকে একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত এক যুবক ও নারী মোটরসাইকেল থেকে নেমে বাচ্চাটির চিকিৎসা করাতে হবে কোলে নিয়ে হাসপাতালের দিকে যায়। তারপর হাসপাতালে খোঁজাখুজি করে নবজাতকসহ তাদের কোন হদিস পাওয়া যায়নি। ঘটনার পরে এলাকায় মাইকিংও করা হয়েছে।

ছায়েদুর রহমান ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে হাসপাতালে খবর নেওয়া হয়েছে। এছাড়াও রাজশাহী ও নাটোর হাসপাতালে খবর নেওয়া হয়েছে। কোথাও নবজাতকটির খোঁজ পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ১৪, ২০১৭)