বরিশাল অফিস : বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় ট্রফিক পুলিশের হাবিলদার আ. মতিনকে মারধর করার অভিযোগে তিন কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন - আমীর হোসেন, রেদোয়ান ইসলাম ও মারফিদুল ইসলাম। আটক তিনজন নিজেরদের ছাত্রলীগকর্মী দাবী করেছেন।

তবে, কোতোয়ালী থানা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার জানিয়েছেন, এর কোন সত্যতা তারা এখনও পাননি।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল বলেন, ‘ট্রাফিক পুলিশের সহকারী সার্জেন্ট আ. মতিন ঘটনার সময় হোন্ডাযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের পেরিয়ে বান্দ রোডে উঠছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা তিনজন বহন করা হোন্ডার ধাক্কায় আ. মতিন পড়ে আহত হন। এসময় তিন হোন্ডাআরোহী মতিনের ভুল হয়েছে বলে মারধর করে। ট্রাফিক পুলিশের পরিচয় দিলেও ফের মারধর করে মতিনকে রক্তাক্ত জখম করে।’

কোতোয়ালী থানা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার জানান, ট্রাফিক পুলিশের সহকারী সার্জেন্ট মতিনকে মারধর করার খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে। আটকৃতদের মধ্যে আমীর হোসেন ও রেদোয়ান ইসলাম অমৃতলাল দে এবং মারফিনুল ইসলাম সিটি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত আ. মতিনের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা দেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৫, ২০১৭)