দ্য রিপোর্ট ডেস্ক : গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকট নিরসনে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে উসকানিমূলক কর্মকাণ্ড এবং বাগাড়ম্বর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। খবর- সিএনএন’র

ওই দিন চলমান সংকট নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আলাপকালে তিনি বলেন, কোরিয়া উপদ্বীপে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আগ্রহ আছে চীন, রাশিয়াসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর।

দুই নেতার ফোনালাপের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পরমাণু অস্ত্রের বিষয়, বিবদমান পক্ষগুলোর মধ্যে কৌশলগত যোগাযোগ এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার বিষয়গুলো সমন্বয় করবে চীন।

চীনের বিবৃতিতে আরো বলা হয়, আলাপকালে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে, রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৭)