রাবি প্রতিনিধি : অব্যাহতি চেয়ে এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান। বুধবার(১৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

নতুন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পর থেকে রেজিস্ট্রার, গ্রন্থাগার প্রশাসক, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসকের পর এবার পদত্যাগপত্র জমা দিলেন তিনি। এ বিষয়ে অধ্যাপক অধ্যাপক মিজানুর রহমান জানান, কোনো কারণ ছাড়াই স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সকালে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ মার্চ ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মিজানুর রহমান। তখন উপাচার্য ছিলেন অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য ছিলেন অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/আগস্ট ১৬, ২০১৭)