দ্য রিপোর্ট ডেস্ক : পবিত্র  ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ আগস্ট থেকে। বুধবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র।

তবে, এ বিষয়ে ১৭ আগস্ট (বৃহস্পতিবার) এক বৈঠকের পর সাংবাদিকদের বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। মন্ত্রনালয়ের পক্ষে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেলের ওই সূত্রটি জানিয়েছে, এবার ঈদ উপলক্ষ্যে চার দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। এর মধ্যে ১৯ আগস্ট বিক্রি করা হবে ২৮ আগস্টের টিকিট। এরপর দিন ২০ আগস্ট বিক্রি হবে, ২৯ আগস্টের টিকিট। ২১ আগস্টে ৩০ আগস্ট এবং ২২ আগস্ট বিক্রি হবে ৩১ আগস্টের টিকিট।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৬, ২০১৭)