দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। বুধবার (১৬ আগস্ট) আইসিইউ থেকে তাকে বেডে দেয়া হয়েছে মর্মে খবর প্রকাশ করেছে সরকারী সংবাদ সংস্থা বাসস।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন সন্ধ্যায় বাসস’কে জানিয়েছেন, ‘আমরা জানতে পেরেছি মেয়রের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। তাকে আইসিইউ থেকে বেডে দেয়া হয়েছে।’

মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে দেশে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে তিনি লন্ডন যান। চলতি মাসের ১৪ তারিখে তার দেশে ফেরার কথা ছিল।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৬, ২০১৭)