পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন। পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
এদিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ২০০ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১টি, কমেছে ৫২টি আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।
টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৮৯ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ১৮৭ পয়েন্টে।
সিএসইতে মোট ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের।
টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৪৪ লাখ টাকার।
(দিরিপোর্ট২৪/এনটি/এমডি/ ০৭ নভেম্বর, ২০১৩)