গত সপ্তাহে ১১ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা করেছে। এরমধ্যে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১টি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আর ১টি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৫ শতাংশ নগদ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৯ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ নগদ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ নগদ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ান ৬.৫ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড ৬ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ নগদ, বিএসআরএম স্টিল লিমিটেড ১৫ শতাংশ নগদ (অন্তর্বর্তীকালীন ২০ শতাংশ নগদ) মোট ৩৫ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ১০ শতাংশ স্টক (১০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন) মোট ২০ শতাংশ এবং এপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে বীমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
(দ্য রিপোর্ট/আরএ/আগস্ট ১৯, ২০১৭)