টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শিগগিরই যমুনাসহ স্থানীয় নদীর পানি কমবে এমন আশায় দিন গুনছেন বানভাসিরা।

 

যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার ভূঞাপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী, গোপালপুর, বাসাইল, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন দ্য রিপোর্টকে জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসন ৫ মেট্রিক টন চাল ও এক লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলার অর্জুনা ও গোবিন্দাসী এলাকায় ১ হাজার ৬৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে বন্যার্তদের তালিকা করে প্রতিটি পরিবারে ত্রান বিতরণ করা হবে বলেও তিনি জানান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৯, ২০১৭)