বেনাপোলে ১৪ স্বর্ণবারসহ পাচারকারী আটক
প্রতিনিধি : বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১৪টি স্বর্ণের বারসহ কদর আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় (১৮ আগস্ট) বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক সাংবাদিকদের জানান, বড়আঁচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ইজিবাইকের ভেতর থেকে কদর আলীকে স্বর্ণসহ আটক কর হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৯, ২০১৭)