সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, থানায় মামলা
সাভার প্রতিনিধি : সাভারের ভবানীপুর এলাকায় এক প্রতিবন্ধী (১১) শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকালে ওই শিশুর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর রাজারবাগ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর রাজারবাগ এলাকার নিজ বাড়িতে মানসিক প্রতিবন্ধী মেয়েকে রেখে ঢাকায় যান তার বাবা-মা। সেই সুযোগে স্থানীয় ভবানীপুর গ্রামের আব্দুল জব্বার (৫৫) মিয়া ওই বাড়িতে প্রবেশ করে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে ধর্ষক জব্বার পালিয়ে যায়। পরে শিশুটির বাবা-মা বাড়িতে আসলে ধর্ষণের বিষয়টি জানালে শিশুর মা বাদি হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টার পাঠিয়েছে।
অন্যদিকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করায় ধর্ষণকারী আব্দুল জব্বার ওই প্রতিবন্ধী শিশুর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এ ব্যাপারে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই সোহেল আল মামুন তদন্ত করছেন।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ১৯, ২০১৭)