মনপুরায় জলদস্যু সন্দেহে আটক ৪
ভোলা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলায় মেঘনা নদী থেকে জলদস্যু সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সকালে মনপুরা উপজেলার জাগলার চর থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, রাজেন্দ্র (২৫), আলাউদ্দিন (২৬), বাসুদেব (৩৫) ও রতন (২২)। আটককৃতদের সবার বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
মনপুরা থানার ওসির দায়িত্বে থাকা (ওসি তদন্ত) মো. মনির তথ্যটি নিশ্চিত করে জানান, আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৯, ২০১৭)