বরিশাল অফিস : জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর ও ফরিদুপর ইউনিয়নের সংযোগ সেতু ভেঙ্গে একজন নিহত এবং দুই জন আহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনায় ঘটে।

নিহত ব্যাক্তির নাম মো. রবিন হাওলাদার। তিনি দুর্গাপুর ইউনিয়নের চৌকিদার ও পাটকাঠি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

শাশী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, দুপুরে ঘটনার সময় বাজার থেকে ভ্যানযোগে চাল নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রীজে উঠলে ব্রীজ ভেঙ্গে ঘটনাস্থলেই চৌকিদার রবিন নিহত হন। এসময় দুর্গাপাশা ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান ও ভ্যানচালক আহত হন।

ওই কর্মকর্তা আরো বলেন, দীর্ঘ এক যুগ ধরে দুই ইউনিয়নের সংযোগ ব্রীজটি একাংশ ভাঙ্গা ছিল।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৯, ২০১৭)