রাজধানীতে বিষপানে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকায় নিজ বাসায় মাঈনুদ্দিন (২২) নামে এক নির্মাণ শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
মাঈনুদ্দিন চাঁদপুরের কচুয়ার জয়নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। মাঈনুদ্দিনের ভায়রা আরিফ হোসেন জানান, মাঈনুদ্দিন রাজমিস্ত্রীর যোগালীর কাজ করতেন। তার স্ত্রী তাসলিমা পেশায় পোশাক শ্রমিক। শনিবার তিনি (মাঈনুদ্দিন) বাসায় ছিলেন। দুপুরের খাবার খেয়ে তাসলিমা গার্মেন্টসে চলে যান। বিকাল ৫টার দিকে এক প্রতিবেশী তাকে ফোন করে জানান, মাঈনুদ্দিন অসুস্থ। পরে দ্রুত বাসায় এসে তাসলিমা দেখতে পান, তার স্বামী বিষ পান করেছেন। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ময়নাতদন্দের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএস/এনটি/আগস্ট ২০, ২০১৭)