নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে সহকর্মী গ্রেফতার
দ্য রিপোর্ট প্রতিবেদক : নারী কনস্টেবল ধর্ষণের অভিযোগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের কনস্টেবল আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর শাহজাহানপুর থানায় শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে একটি ধর্ষণ মামলা (মামলা নম্বর-৩৪) দায়ের করেন ওই নারী কনস্টেবল। এরই পরিপ্রেক্ষিতে শনিবার মধ্যরাতেই কনস্টেবল আরিফুলকে রাজারবাগ থেকে গ্রেফতার করে পুলিশ।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা দ্য রিপোর্টকে জানান, প্রাথমিক তদন্তের পর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। রাতেই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, কনস্টেবল আরিফুলের ওই নারী কনস্টেবলকে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ’ করেছে।
শাহজাহানপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস দ্য রিপোর্টকে জানান, মাসখানেক আগে বিয়ের প্রলোভন দেখিয়ে মালিবাগের হোটেল মৌচাকের ৬ষ্ঠ তলার ৬০৬ নম্বর রুমে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারী কনস্টেবলকে শনিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/এনটি/আগস্ট ২০, ২০১৭)