নেত্রকোনায় অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার একটি মাঠ থেকে অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহানুরে আলম সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা অজ্ঞাত তরুণীকে গলা কেটে হত্যা করে লাশ নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার একটি মাঠে ফেলে রেখে গেছে। রবিবার সকাল ৮টার দিকে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২০, ২০১৭)