কারণ ছাড়াই বাড়ছে জেএমআই সিরিঞ্জের দর
দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। তবে এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
জানা গেছে, এ কোম্পানির শেয়ার দর সাম্প্রতিক সমযে অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এর কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। কিন্তু গত ১৭ আগস্ট ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
(দ্য রিপোর্ট/আরএ/আগস্ট ২০, ২০১৭)