দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকাই সিনেমার তারকা অনন্ত জলিল এখন ধর্মচর্চায় ব্যস্ত রয়েছেন। গত ১৮ থেকে ২০ আগস্ট তিন দিনের তাবলিগ জামায়াতে অংশ নিয়েছেন। এ সময় তিনি নারায়াণগঞ্জের ফতুল্লার আল আকসা মসজিদে অবস্থান করেছেন। এর আগে ঢাকার ধানমন্ডিতেও তিনি তাবলিগ জামায়াতে অংশ নিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন।

এদিকে অনন্ত জলিলের ধর্মচর্চা নিয়ে ফেসবুকে শুরু হয়েছে নানারকম বিতর্ক। কেউ কেউ মনে করছেন অনন্ত জলিল ধর্মচর্চা নয়, ফটোসেশন করছেন। এর জবাবে আজ রবিবার(২০ আগস্ট) নিজের ফেসবুক পাতায় স্ট্যাটাস লিখেছেন অনন্ত জলিল।

অনন্ত লিখেন, ‘বন্ধুগন, আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছিনা। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারনে কিতাব’সহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি ‘

তিনি আরো লিখেন, ‘আল্লাহতায়ালায় ভাল জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমলের জন্য আল্লাহতায়ালার কাছে সবসময় দোয়া করতে থাকি। বন্ধুগন আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম দাওয়াত ও তাবলিগের কাজ করতে সক্ষম হই।’

অনন্ত জলিল লিখেন, ‘আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহতালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন।’

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/আগস্ট ২০, ২০১৭)