বেনাপোলে হুন্ডির টাকাসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালি সীমান্তে ৪ লাখ হুন্ডির টাকাসহ রায়হান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
রবিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহার করা একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক রায়হান বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের হামিদুর ইসলামের ছেলে।
বেনাপোল পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে সীমান্তের পুটখালি গ্রাম থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে মসজিদ বাড়ি পাকা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪লাখ টাকা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ২০, ২০১৭)